প্রকাশিত: Sat, Apr 8, 2023 12:18 PM
আপডেট: Mon, Jan 26, 2026 12:25 PM

সাকিবের ২০ হাজার টাকা এবং আমাদের চিন্তার সীমাবদ্ধতা

শওগাত আলী সাগর : [১] সাকিবের পোস্টটা আবার পড়লাম। সাকিব কিন্তু পুড়ে যাওয়া বঙ্গবাজারের ব্যবসায়ীদের পুনর্বাসনের দায়িত্ব বা উদ্যোগ নিতে চাননি। তিনি পরের দিনের ইফতারের ব্যবস্থা করার কথা বলেছেন। ইফতারের ব্যবস্থার মধ্যেও আসলে একটি ‘ইনিশিয়েটিভ’ আছে। সেই ইনিশিয়েটিভটা আমরা বুঝে উঠতে পারিনি। 

[২] কোভিডের একদম শুরুর দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন, সেই ভিডিও বার্তায় নাগরিকদের ঘরে থাকার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেছিলেন, আমি রায়ান রেনল্ডকে অনুরোধ করছি, তুমি তোমার ভক্তদের বলো তারা যেন ঘরে থাকে। রায়ান রেনল্ড হলিডের জনপ্রিয় নায়ক, তার কথা মিলিয়ন মিলিয়ন মানুষ শুনে। রায়ান পরদিনই একটি ভিডিও বার্তা প্রকাশ করেন এবং কানাডার সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে একই কাজ করতে অনুরোধ করেন। কয়েকদিনের মধ্যে কানাডার নানা খাতের সেলিব্রেটিরা এই উদ্যোগে শামিল হয়ে যায়। 

[৩] কোভিডের কথা বাদ দিই। হকি নিয়ে, হাসপাতালের তহবিল সংকট নিয়ে আরও নানা বিষয়ে রায়ান রেনল্ডকে এই ধরনের উদ্যোগ নিতে দেখেছি। তিনি একটি ভিডিও বার্তায় নিজে একটা অ্যামাউন্ট অনুদানের ঘোষণা দিয়ে আরেকজন সেলিব্রেটিকে অনুরোধ করেছেন, তিনি করেছেন আরেকজনকে, দিন শেষে দেখা গেছে অনেক সাধারণ মানুষও এই উদ্যোগে শামিল হয়ে গেছে, প্রয়োজনের চেয়ে অনেক বেশি অর্থ জমা হয়ে গেছে। রায়ান রেনল্ড কতো টাকা দিলো সেই প্রশ্ন কেউ করেনি, তার উদ্যোগে বরং শামিল হয়েছে সবাই। সাকিবের ইফতারের জন্য ২০ হাজার টাকার ঘোষণাকে আমি এ ধরনের একটি ইনিশিয়েটিভ হিসেবেই দেখি। এই ইনিশিয়েটিভকে ঘিরেই বঙ্গবাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জন্য আরও বড় ধরনের পদক্ষেপ হয়তো নেয়া যেতো। 

[৪] খেয়াল করবেন, সাকিব ‘পরের দিনের’ জাস্ট ‘একদিনের ইফতারের ব্যবস্থার’ কথা বলেছেন। বাঙালি মুসলমানের আবেগ এবং রোজাকে বুঝতে পারেন বলেই হয় তো সাকিব ইফতারের কথা বলেছেন। তিনি তার পোস্টে তাসকিনকে একই উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন। তাসকিন হয়তো আর কাউকে আহ্বান জানাতে পারতেন। এভাবে এটি একটি ইনিশিয়েটিভ হয়ে উঠতে পারতো। ক্রিকেটারদের এই ইনিশিয়েটিভে সাধারণ মানুষও হয়তো যোগ দিতে পারতো। [৫] সাকিব দেশ-বিদেশে ঘুরেন বলে বিদেশি সেলিব্রেটিদের একটি পদক্ষেপকে হয়তো অনুসরণ করতে চেয়েছিলেন। আমরা আমাদের চিন্তার সীমাবদ্ধতার কারণে সাকিবের ২০ হাজার টাকাকে আক্ষরিক অর্থেই ২০ হাজার টাকা হিসেবে দেখেছি, এর বাইরে আর ভাবতে পারিনি। লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক